চাটমোহর প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের এসআইকে আটক করে থানায় সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের এসআই।
এলাকাবাসী জানান, মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রে যেতেন ওই গৃহবধূ। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। মামলা তদন্ত চলাকালে তারা ‘প্রেমের সম্পর্কে’ জড়িয়ে পড়েন। সম্প্রতি ওই গৃহবধূ নিমাইচড়া ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে যান। বাবার বাড়িতে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে এসআই মেহেদী সেখানে যান এবং রাত্রি যাপন করেন। রাতে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তাদের একই কক্ষে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে চাটমোহর থানায় খবর দেন তারা। পুলিশ এসে এসআই মেহেদীকে আটক করে থানায় নেয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বলেন, এলাকাবাসী এসআই মেহেদীকে আটক করে। খবর পেয়ে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের ইনচার্জ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ঘটনা লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply