মিজানুর রহমানঃ পাবনায় নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধন করেন শিক্ষকরা। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি জিলহাজ উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাফিজ সহ শিক্ষক কর্মচারী বৃন্দ। এসময় শিক্ষকরা জানান, শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যাদি সরকারি নিয়মে হলেও বেতনভাতা সহ সুবিধার ক্ষেত্রে নন এমপিও বলে তাদের বঞ্চিত করা হচ্ছে। পতিত সরকারের কাছে বারবার এ দাবি পেশ করে কোনো প্রতিকার না পেলেও বৈষম্যহীন অন্তর্বতী সরকার দ্রুতই তাদের দাবি মেনে নেবেন বলে প্রত্যাশা তাদের।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna