সফিক ইসলাম
বিশেষ প্রতিনিধি:
সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ের জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে নিবার্হী কর্মর্তাদের দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পাবনার ভাঙ্গুড়ায় এরই ধারা বাহিকতা অব্যহত রাখতে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার দিন ভর উপজেলার সমস্ত দাপ্তরিক কাজ এবং সময় পেলেই ছুটে চলেছেন স্কুলে স্কুলে কোমল মতি ছাত্র ছাত্রীদের কাছে। শুনছেন স্কুল কর্তৃপক্ষের কথা আর অভয় দিয়ে চলেছেন কোমল মতি শিক্ষার্থীদের।
[caption id="attachment_148" align="aligncenter" width="384"] খেলাধুলায় ব্যাস্ত[/caption]
আজও তার ব্যতিক্রম ঘটেনি তিন দিনের টানা বৃষ্টি চলছিল তার মধ্যেই হঠাৎই কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা চলতে থাকেন। শিক্ষকদের সাথেও নানা সুবিধা অসুবিধার কথা নিয়ে ব্যস্ত সময় পার করেন। হঠাৎই শৈশবে ফিরে যান ইউএনও মোছাঃ নাজমুন নাহার। শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে বসে যান। কিছুক্ষণ খেলাধুলায় মত্ত থাকেন আর তাদের বড় হওয়ার সংকল্পকে আরো দৃঢ় করতে উৎসাহ দেন।
পাবনার ভাঙ্গুড়ায় মোট শিক্ষা প্রতিষ্ঠান ১৪০টি। প্রায় প্রতিদিনই কোন কোন স্কুলে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ নাজমুন নাহার ছুটে চলেছেন।আর এ দ্বায়িত্ব পাবার পর থেকেই উপজেলা নিবার্হী কর্মকর্তার ব্যস্ততার যেন শেষ নেই ।নাওয়া খাওয়া ভুলে গিয়ে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন গোটা ভাঙ্গুড়া উপজেলায়।
২৬ সেপ্টম্বর সকালে অফিসে গিয়ে না পেয়ে ফোনে যোগাযোগ করেন বিশেষ প্রতিনিধি সফিক ইসলাম। নিবার্হী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন ভাঙ্গুড়া উপজেলা আমার অন্তরের উপজেলা, এখানকার সমস্ত কিছুই আমি ন্যায় নিষ্ঠার সাথে করে যাবো ইনশাল্লাহ।আমার উপরে যে দায়িত্ব অর্পন করা হয়ে আমি তা যেন ঠিকঠাক মতো পালন করতে পারি।
এতো গুলো স্কুলে দায়িত্ব পাওয়া সর্ম্পকে বলেন আমি প্রায় প্রতিদিনই কোন কোন স্কুল পরিদর্শন করছি। স্কুল কর্তৃপক্ষের কথা শুনছি, কোন সমস্যা থাকলে সমস্যা নিয়ে সমাধানের আলোচনা করছি।বাচ্চাদের সাথে কথা বলছি তাদের সমস্যা শুনছি সমাধান করছি । কোথাও কোন স্কুলে যেতে না পারলে কর্তৃপক্ষকে আমার দপ্তরে নিয়ে এসে সমাধান করছি। তবে প্রায় স্কুলে কোন না কোন ভাবে সমস্যা নিয়ে ভুগছিলেন এতোদিন।আমি ন্যায় নিষ্ঠার সাথে সমস্যা সমাধানের চেষ্ঠা চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna