সফিক ইসলাম
বিশেষ প্রতিনিধি:
সুজানগরে মাঝে মধ্যেই গরু চুরি হচ্ছে। থানা পুলিশ গরু চুরি বন্ধে অভিযান চালালেও চুরি থামছেনা গরু চুরি । গত এক মাসের ব্যবধানে উপজেলার চরসুজানগর, চরমানিকদীর এবং নিয়োগীর বনগ্রামসহ বিভিন্ন গ্রামে অন্তত ১০টি গরু চুরি হয়েছে।
২৬ সেপ্টেম্বর সুজানগর উপজেলার চরসুজানগর, চরমানিকদীর এবং নিয়োগীর বনগ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্ধা সুত্রে জানা যায় যে সুজানগর উপজেলা সদরেই রয়েছে একটি সঙ্গবদ্ধ গরু চোর দল । আর এই সব চোরেরা সুযোগ বুঝে কখনও দিনে আবার কখনও রাতে বাড়ির গোয়াল ঘর এবং মাঠ থেকে গরু চুরি করে নিয়ে সটকে পড়ছে।
ভুক্তভোগীরা জানান, গরু চোরের ভয়ে আমরা বাড়ির গোয়াল ঘরে তালা দিয়েও গরু রাখার সাহস পাঁচ্ছেনা। এসব সঙ্গবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যাচ্ছে।
সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে সুজানগর উপজেলার তাঁতীবন্দ গ্রামের হাফিজুল ইসলামের ২টি এবং হাবিবুর রহমানের ১টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী ওই দু’টি পরিবার জানান,বুধবার দিবাগত রাতে কোন একসময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে আমাদের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে।আমারা অতিশয় গরীব মানুষ এই গরুর কামাই দিয়ে আমাদের সংসার চালাতাম।এখন আমরা কি করে সংসার চালাবো।
এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম বলেন ভুক্তভোগী ওই দু’টি পরিবার সুজানগর থানায় অভিযোগ করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম আরো বলেন গরু চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি শিগগিরই গরু চুরি বন্ধ হয়ে যাবে।
Leave a Reply