বিশেষ প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পাবনার জনসভা সফল করার লক্ষে ভাঙ্গুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর পৌর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর।
বড়ালব্রিজ খেলার মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌরশহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন ও উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য অধ্যাপক তৈয়ব আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর
নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সেক্রেটারি আবদুল হাই ভূইয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য আবদুস সাদিক।
Leave a Reply