বিশেষ প্রতিনিধি:
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় পাবনার চাটমোহর উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টম্বর শুক্রবার বাদ জুম’আ চাটমোহর উপজেলা শাহী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জনতার মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন,মুফতি মওলানা মাহমুদ হাসান,মডেল মসজিদের খতিব মুফতি মওলানা মাহদি হাসান খান,বিএনপি নেতা নুরুল করিম খান আরজ,তৌহিদুল ইসলাম তাইজুল,শেখ জাবের আল শিহাব,হাফেজ মোঃ সোলাইমান হোসেন,মোঃ হাসানুজ্জামান সবুজ,ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এরআগে গত বৃহস্পতিবার সকালেও জনতার মঞ্চের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna