বিশেষ প্রতিনিধি:পাবনার চাটমোহরে উপজেলার জাবরকোল গ্রামে খামারী আজমত হোসেনের বাড়ি থেকে ৩টি গাভী গরু চুরি হয়েছে। এ সময় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে এগিয়ে গেলেও রক্ষা হলো না গাভি ৩টি। চোরের দল গাভী গাড়িতে উঠিয়ে চম্পট দেয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার জাবরকোল গ্রামে খামারী আজমত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভুগি খামারের মালিক আজমত হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খামার থেকে ৩টি গাভী গরু খুলে নিয়ে যাচ্ছিলো চোরের দল। এ সময় আমাদের পরিবারের লোকজন বিষটি টের পাই।বিষটি টের পেয়ে ঘরের বাইরে বের হলে চোরের দল অতি দ্রুত গরুগুলোকে গাড়িতে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। খামারের মালিক আজমত হোসেন আরো বলেন চুরি যাওয়া গরুর আনুমানিক বাজার মূল্য ৮ থেকে ৯ লক্ষ টাকা।আমি একদম ফকির হয়ে গেলাম।
শনিবার ২৮ সেপ্টেম্বর আজমত হোসেন সকালে চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, আমি পাবনাতে আছি। বিষয়টি এখনো আমার জানা নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ব্যাপারে আমরা নিজেরাও যথেষ্ট সচেষ্ট থাকবো।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna