ফজলে রাব্বিঃ বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন পাবনা সেন্টাল গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত।গতকাল শনিবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় সেন্টাল গার্লস হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতা জিসিআই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদর্শ গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো: আমানুল্লাহ খান, মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালেক,জাগির হোসেন একাডেমির প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা সদর উপজেলা বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো: ওহিদুর রহমান। পাবনা সদর উপজেলা বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক মো: তালেবুর রহমানের
পরিচালায় এ সম্মেলনে আরো বক্তব্য দেন পাবনা জেলা বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নেতা আহেদ আলী বিশ্বাস ট্রাষ্ট স্কুলের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, পাবনা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এস্কেনদার আলী, চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাদল, আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম প্রমুখ।
সম্মেলনে পাবনা সদর উপজেলার কয়েকশত শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। সম্মেলনে পাবনা সদর উপজেলা বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি হিসেবে আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো: ওহিদুর রহমান,সাধারণ সম্পাদক হিসেবে সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো: তালেবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর্জা মো: নাসির উদ্দিন কে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply