1. admin@timesofpabna.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
শিরোনাম:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

 

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় পদ্মা নদীতে বালু উত্তোলনের কর্মযজ্ঞ সেই আলোচিত  বালু মহলের নিয়ন্ত্রণ‌ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১০ আহত হয়েছেন।পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে অপরপক্ষ। পুলিশ অস্ত্রসহ তাদের আটক করেছে। এনিয়ে পাবনা ও কুষ্টিয়ার বালু খেকোদের মধ্যে উত্তেজনা চলছে

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভাড়ারা ইউনিয়নের চরকণ্ঠগজরা এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

বালু মহলের সঙ্গে সংযুক্ত একাধিক সূত্র জানায়, দেশের প্রতিকূল পরিস্থিতির মধ্যেই বালু উত্তোলনের মহাকর্মযজ্ঞ চলছিল। প্রশাসনকে ম্যানেজ করে পাবনা, রাজবাড়ী ও কুষ্টিয়ার প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এই মহোৎসব চলছিল। কিন্তু গত ৭ ও ৮ সেপ্টেম্বরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েকদিন বন্ধ ছিল। কিন্তু আবারও কুষ্টিয়ার কুমারখালীর আব্দুল আলিম, নয়ন, তোফাজ্জল, বকুলের নেতৃত্বে একটি সিন্ডিকেট বালু উত্তোলন শুরু করে। এবার পাবনা ও রাজবাড়ীর অংশের সবাইকে বাদ দেওয়া হয়। এনিয়ে চলছিল উত্তেজনা। আজকে পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের হয়ে সুরুজ ও ঈসমাইলের নেতৃত্বে বালু মহলের নিয়ন্ত্রণ নিতে যান তারা। এসময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে পাবনা থেকে যাওয়া ১০ জনকে বেধড়ক পিটিয়ে বেঁধে রেখে পাবনা সদর থানার পুলিশকে খবর দেয়

আটক ব্যক্তিরা হলেন- পাবনার সুজানগর উপজেলার চর সুজানগরের মৃত জলিল শেখের ছেলে আলতাফ শেখ (৩০), মজিদ শেখের ছেলে জয়নাল শেখ (২৮), আব্দুল বাতেনের ছেলে  রিপন শেখ (২৬),  বাদশা শেখের ছেলে মোস্তফা শেখ (২৮), চর ভবানীপুর এলাকার বাবুল শেখের ছেলে হৃদয় শেখ (২২), শহীদ শেখের ছেলে রাকিব শেখ (২৫), পাবনা সদর উপজেলার ভাড়ারার শ্রীপুর এলাকার আব্দুল জলিল শেখের ছেলে আবুল হাসেম (৩৬), চক ভাড়ারার মৃত আবুল হোসেনের ছেলে ঈসমাইল হোসেন (৬০) এবং লবু জোয়াদ্দার শেখের ছেলে সুরুজ জোয়াদ্দার (৩৬)।

এর মধ্যে রাকিব গুলিবিদ্ধ এবং সুরুজ জোয়াদ্দার গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি।

এবিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান বলেন, আমার পার্শ্ববর্তী এলাকা হলেও কিছু জানি না। আমি তাদেরকে চিনিই না, তারা পাবনার লোক। আমি নিজেই বালু উত্তোলনের বিপক্ষে। আমরা মানুষের জমিজমা রক্ষা করতে এবং বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকদের কাছে আবেদন করেছি।

এ বিষয়ে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জে সহযোগী আব্দুল আলিমের মুঠোফোন বন্ধ পাওয়ায় মন্তব্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ইন্সপেক্টর (ওসি-অপারেশন) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে আমরা সেখান গিয়ে আহতবস্থায় ১০ জনকে আটক করেছি। ভাঙাচোরা দুটি অস্ত্র উদ্ধার করেছি। তাদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে পাবনার নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন , আমরা যদি বালু মহলের সঙ্গে জড়িত থাকতাম  তাহলে বালু মহলের বালু উত্তোলন কারীদের আইনের আওতায় এনে  ১৪ জনকে সাজা ব্যাবস্থা করতাম না । তারপরও কারা তুলছে জানি না। আজকে তো আমরা কিছু পাইনি। এখন বালু উত্তোলন হয় না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group