সফিক ইসলাম
বিশেষ প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ার পাড় ভাঙ্গুরা ইউনিয়নের হাটগ্রাম বাজার সংলগ্ন পুর্বপড়ায় স্কুল থেকে ফেরার পথে নিজ বাড়ির পাশে গভীর খাদের মধ্যে নৌকা থেকেপড়ে গিয়ে পানিতে ডুবে প্রথম শ্রেনী পড়ুয়া আমির হামজা (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পাড় ভাঙ্গুরা ইউনিয়নের হাটগ্রাম বাজার পুর্বপড়ায় সংলগ্ন জাকারিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রথম শ্রেনী পড়ুয়া আমির হামজা জাকারিয়ার একমাত্র ছেলে। বাড়ীতে এখন শোকের মাতন।
এলাকাবাসী আমির হামজার এক চাচা জানান, প্রতিদিনের মতো আমির হামজা মায়ের সঙ্গে সকালে স্কুলে য়ায়।বাবা ঢাকায় থাকায় এবং এলাকায় বর্ষার পানি থাকায় মায়ের সঙ্গেই প্রতিদিন স্কুলে যাতায়াত করতো আমির হামজা ।
আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। মা সকালে স্কুলে গিয়ে রেখে আসে। আমির হামজা স্কুলে রেখে বাড়িতে গিয়ে ঘর গৃহস্থলী কাজ করতে ছিল। ছুটি হওয়ার কিছুক্ষণ পূর্বেই মা স্কুলে গিয়ে হাজির হয়। এবং আমির হামজাকে সঙ্গে করে হাট গ্রাম বাজারস্থ বটতলায় রেখে আসা নেৌকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে কাজ থাকায় দেরি হয়ে যায়। মা পৌঁছানোর পূর্বেই আমির হামজা নৌকায় উঠে পড়ে। এবং মাকে রেখেই নৌকা চালাতে থাকে। কিছুদূর যাওয়ার পরেই নৌকা ঠেলতে গিয়ে পড়ে যায়। অথৈ পানি হওয়ায় আমির হামজা সাঁতরে নৌকা ধরতেও পারেনি এবং তীরেও ভিড়তে পারেনি। পরক্ষণে মা হাটগ্রাম বাজারস্থ বটতলা এসে দেখে আমির হামজাও নেই সঙ্গে নিয়ে আসা নৌকাও নেই। অনেক খোঁজাখুঁজির পরে ডুবন্ত অবস্থায় আমির হামজা কে উদ্ধার করা হয়।
পরিবারের লোকজন তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শেলী পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মেডিক্যাল কর্মকর্তা ডাঃ শেলী জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna