পাবনা জেলা প্রতিনিধি :অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন দ্বৈতনীতি পরিহার করে ও অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে
৩০ সেপ্টেম্বর সোমবার আব্দুল হামিদ সড়কে দুপুরে ঘন্টাব্যাপী পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন,দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সরকারি আইন অনুযায়ী বাংলাদেশ ও পল্লী বিদ্যুৎ সমিতির চাকুরীবিধি একইরকম হওয়ার কথা। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেটি বাস্তবায়ন করছে না। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আলাদা বিধিমালায় পরিচালিত হচ্ছে। তাদের এই বৈষম্য মেনে নেয়া যায় না। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি অনেক চাকুরীজীবি রয়েছেন অনিয়মিত । তারাও বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই দ্বৈতনীতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম চলতে পারে না। তাই অবিলম্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতি পরিহার করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একই চাকুরীবিধি প্রণয়ন করতে হবে। সেই সাথে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চাকুরীজীবিদের অনিয়মিত সকলকে নিয়মিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোহাম্মদ আশরাফুল আলম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম সাইফুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম কেএম কুদরত ই এলাহী, সামিরুল ইসলাম, জুনিয়ার ইঞ্জিনিয়ার হাসানুজ্জমান সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna