টাইমস ডেক্স:সুজানগরে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চুকে (৩৪) গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ।
বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু পাবনার সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে এবং ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই ।গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানা ওসি গোলাম মোস্তফা
সুজানগর থানা ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের মাধ্যেমে আমরা জানতে পারি বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং অবস্থান করছে। তারই ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
সুজানগর পৌরসভায় ৩ দিনের ব্যবধানে নীশিপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে । থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমকে যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গত বুধবার প্রত্যাহার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna