পাবনা প্রতিনিধি: ভারতে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও তার বক্তব্য সমর্থন করায় ভারতের বিজেপি নেতা নীতেশ রানের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনার ধর্মপ্রাণ মুসলমানরা।
রোববার (৬ অক্টোবর) পাবনা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা ।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, মো. শহীদুল ইসলাম, মো. আব্দুস সামাদ, মো. আসাদুস জামান, মো. মকলেছুর রহমান, সৈয়দ মিন্টুসহ আরও অনেকে।
বক্তরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে বেয়াদবী আমরা কখনই মেনে নিব না। তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তাদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড। বক্তরা আরো বলেন বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে এই জঘন্য কর্মের প্রতিবাদ জানানো। ভারত সরকারকে চাপ দিয়ে কুলাঙ্গার পুরোহিত রামগিরিকে দ্রুত শাস্তির ব্যবস্থা করা। আর যদি ভারত সরকার তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আমরা বাংলাদেশী সহ বিশ্ববাসীর উচিত ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna