টাইমস ডেক্স: ভাঙ্গুড়ায় টানা বৃষ্টিতে ক্ষেতে কৃষকের সবজি নষ্ট হওয়ায় সপ্তাহের ব্যবধানে বাজারে দ্বিগুণ বেড়েছে সবজির দাম। সবজি বাজারে আমদানি কম। সে কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন সবজি ব্যবসায়ীরা।
খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ হঠাৎ দাম বাড়ায় হতাশ হয়ে পরেছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে প্রায়ই দ্বিগুণ।
এক সপ্তাহ আগেও পটলের দাম ছিলো ৩০ টাকা কেজি বর্তমান বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি,প্রতি পিচ ৪০ টাকার লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা, করলা ৬০ টাকার বিক্রি হচ্ছে ১০০ টাকা, ৪০ টাকার কচু বিক্রি হচ্ছে ৬০ টাকা, ৫ টাকা লালশাকের আঁটি ছিলো ৫ টাকা বর্তমানে ১০ টাকা, বিক্রি হচ্ছে । ৫০, টাকার শষা ৮০ টাকা ও ২০০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।
ভাঙ্গুড়া বাজারের সবজি বিক্রেতা বাবু হোসেন বলেন, সবজির দাম হঠাৎ বেড়েছে টানা বৃষ্টির কারণেই ,তবে বৃষ্টি কমলে বাজারে সবজি সরবরাহ বাড়লে তখন দাম আবার হাতের নাগালে চলে আসবে। আবার অনেকেই বলছেন, উত্তরবঙ্গে বন্যা ও বৃষ্টির কারণে সবজির বাজারে বাড়তি চাপ পড়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান বলেন, বৃষ্টিতে ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হয়েছে আবার সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। কয়েকদিন পর বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ শুরু হলে দাম কমবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna