বিশেষ প্রতিনিধি:মিষ্টি জাতীয় খাদ্যপণ্যের ভাঙ্গুড়া খ্যাত আখের সুইট্স্ দ্বিতীয় শাখা উদ্বোধন হলো পাবনার ভাঙ্গুড়ার বাহার প্লাজায়।। ভাঙ্গুড়া জনপ্রিয় আখের সুইট্স্ এই মিষ্টির দোকান ভাঙ্গুড়ার শরৎনগর বাজরে প্রধান শাখা
আজ শুক্র বার ভাঙ্গুড়ার বাহার প্লাজায় মিলাদ ও দোয়ার মাধ্যোমে আখের সুইট্স্ দ্বিতীয় শাখা উদ্বোধন হয়,
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, ভাঙ্গুড়া বাজার বনিক সমিতির সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব সাইফুল ইসলাম,ভাঙ্গুড়া বাজার বনিক সমিতির উপদেষ্টা এ কে এম হানিফ বাবলু ,ভাঙ্গুড়া বাজারের দোকান মালিক গণ ,ভাঙ্গুড়া বাজারের গনমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন ইলেট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন।
আখের সুইটস্ উদ্যোক্তা মোঃ আরিফ হোসেন জানান, আখের সুইটস্ অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভির দুধ দিয়ে মিষ্টির স্বাদকে অক্ষুণ্ন রেখে বিশুদ্ধ দই, সহ সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম আখের সুইটস্ এর মিষ্টি রাজধানীর সহ দেশের সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।এ ছাড়া বার্থডে কেক, পার্টি কেকসহ রয়েছে স্ন্যাকস টিফিন ও বিভিন্ন আইটেম।
Leave a Reply