সফিক ইসলাম:জেলা শহর পাবনাতে পাবনা উদ্যোক্তা কমিউনিটি আয়োজিত প্রথমবারের মতো পুরুষ ও নারী উদ্যোক্তাদের নিয়ে চলছে খাদ্য ও ফ্যাশন মেলা। জেলা পর্যায়ের ৫৩ জন নতুন ও পুরাতন পুরুষ ও নারী উদ্যোক্তা এবং পাবনার বাহিরের প্রায় ৫০জন এবারের মেলাতে অংশ গ্রহণ করেছেন।
জেলা শহরের প্রাণ কেন্দ্র বীর মুক্তযিোদ্ধা রফকিুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলাতে দর্শনার্থী এবং ক্রেতা সমাগমে মুখরিত হয়ে উঠেছে। মেলাতে হোমমেড খাবার ও দেশি সুতি কাপড় সহ হস্তো শিল্পের বাহারি পোষাকের সমাহার নিয়ে মেলার স্টোল গুলোতে পর্ষদ সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা।মেলায় স্থানীয় উদ্যোক্তা ছাড়াও খাগড়াছরি, বান্দরবান, রাঙামাটি, নারায়ণগঞ্জ, ঢাকা, রাজবাড়ী, রাজশাহী, চাপাই, খুলনা সহ অর্ধশতাধিক উদ্যোক্তা ১০দিনের মেলাতে অর্ধকোটি টাকার খাবার সহ পোষাক বিক্রির সম্বাবনার কথা জানালেন আয়োজকেরা।
২০১৯ সালে করোনা মহামারির সময়ে কর্মহীন নারী ও পুরুষ ঘরে বসে বিকল্প উপায়ে কর্মের মাধ্যমে অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে নতুন দুয়ার খুলে দেয় পাবনা উদ্যোক্তা কমিউনিটি পাবনা নামে অনলাইন ফেসবুক পেজ। এই জেলার সল্প কিছু নারী সেই সময়ে হোমমেড খাবার তৈরি করে নিজেদের গ্রুপ পেজে পোস্ট করে ব্যবসায়িক যাত্রা শুরু করেন। সেই যাত্রাপথের সংগ্রামী সৈনিকেরা আজ নিজেরা ছোট বড় উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাড়িয়েছেন। ব্যবসায়িক প্রচার প্রসারের লক্ষে পাবনা উদ্যোক্তা কমিউনিটি উদ্যোক্তারা এই মেলার আয়োজন করেছেন। আসছেন।
মেলায় আগত একাধিক ক্রেতা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, নারীরা আজ আর ঘরে বেসে নেই তারা নিজ তাগিদে বাহিরে আসতে শুরু করেছেন। নারীরা আর অন্যের উপরে নির্ভরশীল নয়। এখন পাবনাকে মেলোর শহর বলা যেতে পারে। পাবনায় যত উদ্যোক্তা রয়েছে রাজশাহী বিভাগে এত উদ্যোক্তা নেই।
তাইতো দর্শক ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিনত হয়েছে এখানে। খুবই ভালো লাগছে মেলার আয়োজন দেখে।
মেলায় অংশ গ্রহণ করা একাধিক উদ্যোক্তার সাথে কথা বলে জানা যায়, সব সময় পাবনার নারীরা এখন নিজেদের ক্ষমতায়নের জন্য এগিয়ে আসছে। মেলাতে বেশ ভালো সারা পাওয়া যাচ্ছে ক্রেতাদের। তবে কাপড়ের দাম বেশি সূতার দামও বেশি। এই জন্য সল্প সূদে সরকার ঋনের ব্যবস্থা যদি করতো তাহলে উদ্যোক্তাদের জন্য সুবিধা হতো। পাবনা উদ্যোক্তা কমিউনিটি মাধ্যমে আজ উদ্যোক্তারা অনেক এগিয়ে গেছে। যুব উন্নয়ন ও মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আজ নিজেরা কিছু করার চেষ্টা করছে। মাসিক ইনকাম বেশ ভালো হচ্ছে তাদের
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna