বিশেষ প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়ায় কৃষক আমজাদ হোসেনের ছোট বড় ৫ গরু চুরি হয়েছে। শুক্রবার ১১ অক্টোবর ভোর ৩টা থেকে সারে ৩টার মধ্যে চোরেরা গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়।
পাবনার ভাঙ্গুড়ার পার ভাঙ্গুড়া ইউনিয়েনের রাঙ্গালিয়া গ্রামের আমজাদ হোসেনর গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। এক সঙ্গে এতাগুলো চুরি হওয়ায় মাথায় যেন বাজ পরেছে কৃষক আমজাদ হোসেনের। এতে কৃষকের প্রায় সাড়ে নয় লাখ টাকা ক্ষতি হয়েছে।
১২ অক্টোবর কৃষক আমজাদ হোসেন ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পার ভাঙ্গুড়া ইউনিয়েনের রাঙ্গালিয়া কৃষক আমজাদ হোসেন বলেন, শুক্রবার ভোরে গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। দুইটা দুধের গরু একটা ষাড় এবং দুইটা বকনা গরুগুলো পালন করে আসছি। সন্ধ্যায় খাবার দিয়েছি। রাত আড়াইটার দিকে খাবার দিয়ে আমি ঘুমাতে যাই। ভোর উঠে দেখি, গরু চুরি হয়েছে। পাঁচটি গরুর মূল্য বর্তমান বাজারে প্রায় সাড়ে নয় লাখ টাকা হবে।
প্রতিবেশী আলামিন হোসেন বলেন, কৃষক আমজাদ হোসেনের ডাক চিৎকারে এসে দেখি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ সময় নাইট গার্ড কে ফোন দেই এবং থানায় ফোন দিয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় আমি নিজে ঐ ভোরে কৃষকের বাড়ি পরিদর্শন করেছি।গরু চুরি রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।রাতে পুলিশি টহল আরও বাড়ানোর কথাও বলেন তিনি।
Leave a Reply