বিশেষ প্রতিনিধি:পাবনায় ১০ দিন ব্যাপী উদ্যোক্তা কমউনিটি উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মেলার সমপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো পাবনা উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মেলা।
১৩ অক্টোবর সন্ধ্যায় আহ্বায়ক এস মুস্তাকিম সবুজের সভাপতত্বিতে এবং যুগ্ম আহ্বায়ক শিশির ইসলামরে সঞ্চালনায় বীর মুক্তযিোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর পাবনায়
উদ্যোক্তা কমউিনটিরি উদ্যোগে ১০ দনি ব্যাপী উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মলোর সমপনী অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হলো উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মেলা।
এসময় অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্য দনে পাবনার সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার। মেলার বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেল বি এন পির সদস্য সচিব এড. খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, বিসিক শিল্পনগরী কর্মর্কতা মোস্তফা কামাল, রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার প্রাঃ লিঃ এর সত্ত্বাধিকারী আফজাল হোসনে, এম এস ল্যাবরোটরীর সত্ত্বাধকিারী মাহবুবুল আলম ফারুক, সদস্য হোসনে আরা পারভীন, এসএম শিহাব, ইমরান, নীলা, কাকলী শিকদার, রুশা খান, হবিবর রহমান, এস কে সাগর প্রমুখ।
উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মলোর সমপনী অনুষ্ঠানে বক্তারা বলনে, চাকরির পিছনে না ঘুরে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে।মেলায় দেশের বিভিন্নি স্থান থেকে যে ভাবে প্রায় ১০০টির বেশি উদ্যোক্তা অংশ গ্রহন করেছে এবং অর্ধলক্ষ টাকা উদ্যোক্তারা বিক্রয় করেছেন তাতে আমরা আশাবাদি আগামীতে যুবসমাজরে মধ্যে পরিবর্তন হবে। তারা চাকরির পিছনে না ঘুরে প্রত্যকে একজন উদ্যোক্তা হবেন এবং অন্যকে চাকরি দিবেন।
আমন্ত্রিত অতিথি গনকে স্বাগত জানান মেলা উদযাপন পরিষদরে সদস্য সচবি ফারহানা রহমানসহ অন্যান্য সদস্যগন। মেলায় অর্ধশত উদ্যক্তো অংশ গ্রহন করছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মেলায় অংশ গ্রহনকারী উদ্যোক্তারা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna