টাইমস ডেস্ক :মঙ্গলবার বেলা ১১.৩০মিঃ মিনিটে আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে, নারায়নপুর,পাবনা পৌর সদর হযরত ওসমান ( রা:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান, মানবতার সেবক, জননেতা জনাব অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি এসময় বলেন, মন্দ কাজ পরিহার করুন, ভালো কাজ করুন,ভালো কাজের পাশে থাকুন,মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়েদিন সুখে দুখে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার ব্যাক্ত প্রকাশ করেন।
এবি ট্রাস্টের উদ্যোগে উদ্ভোধন হওয়া নতুন মসজিদ গুলো,
শংকরপুর টেবুনিয়া মালিগাছা, হযরত আয়েশা ছিদ্দিকা (রা:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন। নারায়নপুর, হযরত ওসমান ( রা:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন। বাঙ্গাবাড়ীয়া, হেমায়েতপুর হযরত ইসমাঈল ( আ:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন। পশ্চিম চর সাধুপাড়া,চর শিবরামপুর পাবনা, নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন।
কাখলিখালী, আতাইকুলা নতুন মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন। ইসলামপুর, গয়েশপুরে নতুন মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শন। করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এসময় স্থানীয় বাসিন্দা সহ বিএনপির জেলা বিএনপি,যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল,শ্রমিকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্তিতির ছিলেন।
Leave a Reply