বিশেষ প্রতিনিধি:বিন্দু পরিমানে ছাড় দেওয়া হবে না। সাবেক সরকার প্রধান হিসেবে হাসিনা যে অন্যায় গুলি করেছেন সে জন্য তাকে আবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তিনি জিয়া পরিবারের সাথে নিষ্ঠুর আচরণ করেছেন। দেশনেত্রী খালেদা জিয়াকে বিনা বিচারে জীর্ণ ময়লাযুক্ত কারাগারে বন্দী করে রেখেছিলেন। তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের কৃষকদল কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজশাহী ও আহব্বায়ক পাবনা জেলা কৃষকদল নেতা শফিউল আলম শফি উপরোক্ত কথা গুলি বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীর কমিটির প্রচার সম্পাদক ও পাবনা জেলা কৃষক দলের সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস বলেন, ‘বিএনপি আওয়ামীলীগ হতে চায় না। বিএনপি আওয়ামীলীগের মতো দাখলবাজ, চাঁদাবাজ, হামলাবাজ নয়। বিএনপি-র মধ্যে যারাই অপকর্ম করেছেন তারেক রহমান তাদের কাউকেই ছাড় দিচ্ছেন না। বিএনপি-র প্রকৃত আদর্শ নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়ান। জনগণই বিএনপি- প্রাণ এই কথা তারেক রহমান বিশ্বাস করেন।’
খান মরিচ ইউনিয়ন কৃষকদল কতৃক আয়োজিত অনুষ্ঠানে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই কর্মী সমাবেশে উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহব্বায়ক আখিরুজ্জামান মাসুম ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খানমরিচ ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহব্বায়ক মোহেদী হাসান পান্না, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন আরো উপস্থিত যুবদলের সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিক, যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য সচিব হাশেম মোল্লা,ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান প্রমুখ।
কর্মী সমাবেশের শেষে কোরবান আলী সভাপতি ও মিজানুর রাহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ ইউনিয়ন কৃষকদল কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।
Leave a Reply