সফিক ইসলাম : পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজকে হত্যা চেষ্টা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা ইমরান হোসেনকে (৩২) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা ইমরান হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইমরান হোসেন পৌরসভার ১ নম্বর ওযার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা। তার পিতার নাম ওয়াজেদ সওদাগর,সে ভাঙ্গুড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কলেজ পাড়া গ্রামের বাসিন্ধা।
মামলার বাদী বিএনপি নেতা সাইদুল ইসলাম বুরুজ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা বুরুজ বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন । মামলায় ইমরানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করা হয়।
যুবলীগ নেতা ইমরান সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেলের অন্যতম সহযোগী। এলাকায় তার বিরুদ্ধে বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করাসহ নানা অভিযোগ রয়েছে।
মামলা সুত্রে জানা যায় ২০২৩ সালের ৭ মে বিকেল ৪ টার দিকে যুবলীগ নেতা ইমরানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের ক্যাডাররা পৌরশহরের কলেজপাড়া এলাকায় বিএনপি নেতা বুরুজকে হাসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।এসময় তার কাছে থাকা ৯০ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু বিরোধী দলের নেতা হওয়ায় সেসময় আইনের আশ্রয় নিতে পারেননি তিনি।
Leave a Reply