টাইমস ডেক্স:ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগষ্টে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। একটি চিহ্নিত গোষ্ঠী সবকিছুকে কুক্ষিগত করে রেখেছিল। এখন সময় এসেছে সব কিছু ঢেলে সাজানোর। তাই বর্তমান প্রজন্মের পালস বুঝে আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে কথাগুলো বলেছেন পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম,কৃষি কর্মকর্তা শারমিন জাহান, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. রুমানা আক্তার রোমি, ওসি শফিকুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ আব্দুল্লাহ।
আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন রাজু,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন,প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী,পৌর বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক আব্দুল কাহহার বাবর,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বরাত,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব,সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল, ,প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
Leave a Reply