টাইমস ডেক্স:পাবনায় বিশেষ অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- ১. পাবনার মো. ইসমাইল হোসেন (৫৫), পিতা- মো. সেকেন্দার আলী ২. মো. রুবেল (৩৪), পিতা- মৃত শের আলী খাঁ।
পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানের সার্বিক তত্ত্বাবধানে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালামের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (অপারেশনস্) সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে এসআই মাহবুবুল আলম, এসআই রাসেল মিয়া, এএসআই রবিউল ইসলাম ও সঙ্গে ফোর্সসহ পাবনা থানার একটি চৌকস টিম পাবনা থানাধীন পৌরসভার লাইব্রেরী বাজারে জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সর্বমোট ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, এ সংক্রান্তে নিয়মিত মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna