টাইমস ডেক্স:পাবনা এক নারীকে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে রাত্রী যাপন করে অন্তরঙ্গ ছবি এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তার মান মর্যাদা নষ্ট করার হুমকি প্রদান করে। একপর্যায়ে ঘটনার স্বীকার ভুক্তভোগী ওই নারী বাধ্য হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। মামলা প্রেক্ষিতে চিল্লুর রহমান শেখ কে রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব গ্রেফতার করেছে।
পাবনা রাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মুর্তজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।
১৮ অক্টোবর সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া এলাকায় র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে পলাতক আসামি জিল্লুর রহমান শেখ কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি জিল্লুর রহমান শেখ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতী গ্রামের নফিল উদ্দিন শেখের পুত্র।
গ্রেফতারকৃত আসামি জিল্লুর রহমানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পাবনা রাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মুর্তজা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna