টাইমস ডেস্কঃ নাটোরের তেবাড়িয়ায় তাবলিগ জামাতের মারকাজ মজজিদ দখল করা নিয়ে তাবলিগ জামাতের তাবলিগ জামাতের জুবায়ের পন্থি ও সাদ পন্থীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের তেবাড়িয়ায় মারকাজ মসজিদের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর জেলা তাবলিগ জামাতের যুবায়ের পন্থি ও সাদ পন্থীর মধ্যে সংঘর্ষ হয়।
দুই পন্থীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
নাটোর সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। যান চলাচল স্বাভাবিক আছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna