মিজানুর রহমানঃ পাবনায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে শহরের পিসিসিএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ( এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বক্তব্য কালে তিনি বলেন,আ. লীগ দলের নেতাকর্মীদের ব্যবহার করে সাড়ে ১৫ বছর এই দেশের সানুষের উপর গণহত্যা চালিয়েছে। ১৪ দলসহ স্বৈরাচার আ. লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন ববি হাজ্জাজ।
বক্তব্য তিনি আরো বলেন,এদেশের আন্দোলনরত সাধারন মানুষ ও শিক্ষার্থীদের উপরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতায় রাখতে গণহত্যা চালিয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে গুলিকরে হত্যা করেছে খুনি হাসিনা। সেই ফ্যাসিস সরকারকে আমরা রক্তদিয়ে যুদ্ধ করে হটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আগামীতে সারা বাংলাদেশে আমাদের দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে উদ্বোধন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ( এনডিএম) এর ভাইস চেয়ারম্যান ফারুক -উজ- জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ( এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন,সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এডভোকেট নুরুল্লাহ, সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুর রহিম, শাকিল,গণতান্ত্রিক যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আদনান সানি,সহ সাংগঠনিক সম্পাদক আরমন হোসেন সাদ্দাম,গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা জুয়েল,ছাত্রনেতা রবিউল ইসলাম বাবু , রোহান হোসেন রূদ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ( এনডিএম) এর দপ্তর সম্পাদক জাহেদুর রহমান জনি।
Leave a Reply