পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর অঞ্চলের তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষের প্রবেশদ্বার নামে খ্যাত নৌবাড়িয়া টু ভাঙ্গুড়া সংযোগ সড়কের প্রায় দুই কিলোমিটার বেহাল দশায় পরিণত হেেয়ছে। সড়কের পিচ ঢালাই ও ইটের সুড়কি উঠে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে।
সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জুমে থাকে দিনের পর দিন হাঁটু পানি। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থানা ও অপিরকল্পিত বসত বাড়ির ময়লা যুক্ত নোংড়া পানি প্রতিনিয়ত এসেও জমা হচ্ছে কোন কোন রাস্তায়। তার মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়েই হেলে দুলে চলছে বিভিন্ন ধরণের যাত্রী বাহি গাড়ি । উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও পথচালী এই পথ গুলি ব্যবহার করে থাকেন। উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার মাস্টার পাড়া টু নৌবাড়িয়া , রেল লাইন পাড়া টু ভদ্রপাড়া ও চরভাঙ্গুড়া টু ভাঙ্গুড়া উপজেলা পরিষদ রাস্তায়ও এমন চিত্র দেখা গেছে। তবে উপজেলা প্রকৌশল বিভাগ বলছেন, অতিবৃষ্টির কারণে পৌরসভার রাস্তাসহ কিছু স্থানে পানি জুমে ভেঙ্গে গিয়ে যান চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পৌর সদরের নতুন ড্রেনেজ নির্মাণের কাজ চলায় সাময়িক কোথাও কোথাও সমস্যা হচ্ছে। তবে তা বেশি দিন থাকবে না। নতুন বরাদ্দ পেলেই এ আগামী বছরে রাস্তা সংষ্কারের চেষ্টা করা হবে।
সম্প্রতি সরেজমিন, প্রথম শ্রেণির পৌরসভা ভাঙ্গুড়ার ১নং ওয়ার্ডের উত্তরাঞ্চলের অষ্টমনিষা, দিলপাশার ও খানমরিচ ইউনিয়নের কয়েক লাখ মানুষের উপজেলা সদরের প্রবেশদ্বার নামে খ্যাত মাস্টার পাড়া টু নৌবাড়িয়া প্রায় দুই কিলোমিটার রাস্তা, রেল লাইন পাড়া টু ভদ্রপাড়া, উপজেলা টু চরভাঙ্গুড়া রাস্তার উপজেলা মোড় ঘুরে দেখা গেছে, রাস্তার পিচ,খোয়া উঠে গিয়ে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। বেশির ভাগ রাস্তার পাশ দিয়ে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জুমে থাকছে পানি। হেলে দুলে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাত্রী বাহি গাড়িসহ অন্যান্য যানবাহন। পানির নিচে বড় বড় গর্তে গাড়ির চাকা পড়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষত, খানমরিচ, অষ্টমনিষা ও দিলপাশার ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসার পথে রোগি বাহী গাড়ি গুলোকে পড়তে হয় বড় বিপাকে। অপরদিকে রেললাইন পাড়া টু ভদ্রপাড়া রাস্তার কওমী মাদ্রাসার পাশে বৃষ্টির পানি ও অপরিকল্পিত বাসা বাড়ির ময়লা ও নোংড়া পানি জুমে সেখানেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। বেইলী সেতু হয়ে রেললাইন রাস্তা দিয়ে উপজেলা পরিষদ ও পৌরসভায় সেবা গ্রহীতার প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করতে জনদূর্ভোগ পহাতে হচ্ছে। অপরদিকে চরভাঙ্গুড়া টু ভাঙ্গুড়া বাজার রাস্তার উপজেলা পরিষদ মোড়ে সেখানেও রাস্তার উপর দীর্ঘদিন পানি জুমে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে সমস্যা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna