পাবনা প্রতিনিধি :পাবনা সদর থানার অন্তর্গত চরতারাপুর ইউনিয়নের দিঘীগোহাইলবাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির উপর এসে আতর্কিত হামলায় ৩ জন আহত হয়েছে,
সোমবার সকাল ৯ টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোহাইলবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন হাসেম প্রাং (৫৫), রাসেল প্রাং (২৯)। আলম প্রাং (৫০) অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শুকুর প্রাং, শহিদ প্রাং নবি প্রাং নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন লোক চাপাতি, হকস্টিক, লোহার রড লাঠিসোটা, দা-বটি লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবারের সদস্যরা বলেন আমরা দোষীদের শাস্তি চাই।
Leave a Reply