পাবনা জেলা প্রতিনিধি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাইদুল ইসলাম (৬৫) ও তার ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় সাইদুল ইসলামের স্ত্রী ঠেকাতে এলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দোগাছি ইউনিয়নের চর কোষাখালী গ্রামে।
এ ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে পাবনা থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী সাইদুল ইসলামের ছেলে আব্দুল আওয়াল বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামীরা হলেন, ইসমাইল প্রামানিক (৫৫) দাউদ প্রামানিক (৫০) শহিদ প্রামানিক (৫৬) দুলাল প্রামানিক (৪৮) ইব্রাহিম প্রামানিক (৪০) সর্ব পিতা-মৃত আলম প্রামানিক, বাপ্পি প্রামানিক (৩০)রাব্বি প্রামানিক (২৮) সাব্বির হোসেন ওরফে মনিরুল (২৩) সাকিব প্রামানিক(২১) সর্ব পিতা দাউদ প্রামানিক। সর্ব সাং-চরকোষাখালী থানা,পাবনা সদর জেলা-পাবনা। অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত (২৮ অক্টোবর ) তারিখ সন্ধ্যায় ৫:৩০ দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়,দা,ছ্যান,চাপাতি দেশীয় নিয়ে সাইদুল ইসলামের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে,সাইদুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে সাইদুল ইসলামের ওপর হামলা করে,এক পর্যায় সাইদুল ইসলামের স্ত্রী ও ছেলে আব্দুল আওয়াল এগিয়ে আসলে তাদের ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রধান করা হয়। এ বিষয়ে অভিযোগ কারী আব্দুল আওয়াল সোমবার (২৮ অক্টোবর ) বলেন, বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
এই বিষয়ে প্রতিবেদক ঘটনাটি জানতে চাইলে বিবাদী পক্ষের ইসমাইল প্রামাণিক বলেন, মিথ্যা ও বানোয়াটি মামলা দিয়ে আমার ও আমার পরিবারকে হয়রানি করার জন্য তারা বিভিন্ন সময় এরকম অভিযোগ তুলছেন।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন,তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna