সফিক ইসলাম:৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হবে। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।
২ নভেম্বর শনিবার দিবসটি উপলক্ষে সকাল ১০টায় ভাঙ্গুড়া উপজেলা চত্তরে সমবায় অধিদপ্তরে আয়োজনে জাতীয় সংগীত ও পতাকা উত্তলনের মধ্যেদিয়ে বর্নাট্য র্যালী বের করেন। পরে উপজেলা হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা সমবায় অফিসার মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা হল রুমে আলোচনা অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তাসমিয়া আক্তার রোজী সহকারী কমিশনার(ভূমি),এসময় আরো বক্তব্য দেন মোঃ আব্দুল আজিজ সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মোঃ আলী আজগর সাবেক উপজেলা জামাতে আমির বর্তমান পাবনা জেলা জামাতের শিক্ষা কমিটির সদস্য শরৎনগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক,মোঃ জাফর ইকবাল হিরোক সাবেক ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ রফিকুল ইসলাম আহ্বায়ক বিএনপি, মোহাম্মদ সাইদুল ইসলাম বুরুজ সদস্য সচিব পৌর বিএনপি, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি জনাব ইমাম মিয়াজী, মোছাম্মৎ নাসরিন খাতুন সদস্য খাপারা মহিলা সমবায় সমিতি, মোহাম্মদ শাহাদত হোসেন সভাপতি হাটগ্রাম পশ্চিমপাড়া সমবায় সমিতি।
এ সময় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বরাত,সহ বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় সমিতির সদস্য সদসাগণ।
প্রধান অতিথি সহকারী কমিশনার(ভূমি) তাসমিয়া আক্তার রোজী বলেন সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করার আহ্ববান জানান।
ভাঙ্গুড়া উপজেলা সমবায় অফিসার মোঃ মজিবর রহমান তার বক্তব্যে সমবায় সমিতির বিভিন্ন নিয়ে আলোচনা করেন। এসময় বক্তরা সমবায় সমিতি বিভিন্ন সুফলের কথা তুলে ধরেন।
আলোচনা শেষে ৫ জন সমবায়ীকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna