বিশেষ প্রতিনিধিঃপাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নে বিএনপির নেতা হয়ে বিএনপির নেতাকে সঙ্ঘবদ্ধ হয়ে লোহার রড,হাতুর ও এস এস পাইব দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
১ নভেম্বর শুক্রবার রাত ৯টার দিকে বেতুয়ান গ্রামের উত্তর পাড়া মোড়ে আরিফের মুদিখানা দোকানের সামনে এই মারপিটের ঘটনা ঘটে । আহত বিএনপির নেতা আব্দুল হাসেম বেতুয়ান গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।
জানা যায়, বেতুয়ান গ্রামে হিন্দু পাড়া সরকারি খাস জলাশয় জোর পূর্বক ভরাট করার কাজ করছিলেন অত্র ওয়ার্ডের মেম্বর ও বিএনপি নেতা আরজু ও আলা উদ্দিন। তখন আবুল হাসেম তাদেরকে সরকারি জলাশয় ভরাট না করার জন্য অনুরোধ করেন। সেই বালু ভরাটকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় বেতুয়ান উত্তর পাড়া মোড়ে আরিফের দোকানের সামনে এলে অত্র ওয়ার্ডের মেম্বর আরজু খান ও বিএনপি নেতা আলা উদ্দিন সহ ১০/১৫ জন সঙ্গবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য লোহার রড,হাতুর ও এস এস পাইব দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে এলাকা বাসি উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল পাঠিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna