বিশেষ প্রতিনিধি:পাবনার ভাংগুড়া বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং করার সময় মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় এবং পলিথিন ব্যাগ ব্যবহার করার দায়ে চার প্রতিষ্ঠানকে ২০০০/= হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৪ নভেম্বর ) বিষয়টি নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, সহকারী কমিশনার (ভূমি)।
জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং করার সময় মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় এবং পলিথিন ব্যাগ ব্যবহার করার করা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে ৫০০/= টাকা করে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান গুলিতে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক ৪টি দোকানে মোট ২,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, সহকারী কমিশনার (ভূমি)। প্রতিটি দোকানে হালনাগাদ মূল্য তালিকা রাখা ও পলিথিন ব্যাগ ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা ।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, সহকারী কমিশনার (ভূমি)। । অভিযানকালে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শফিক সহ সঙ্গীয় ফোর্স।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna