1. admin@timesofpabna.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
শিরোনাম:
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস রোটারী ক্লাব অব এভারগ্রীন,পাবনার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাবনায় ট্রলি চাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত বিজয় দিবস পালন পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা সাব-মার্সিবল পাম্প স্থাপনে পৌরবাসীকে কোন ফি দিতে হবেনা – শরীফ আহমেদ  রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে- ড. সোহানী হোসেন আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু পাবনায় তুচ্ছ ঘটনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ভাঙ্গুড়ায় বাউত উৎসবের নামে মালিকানা পুকুরের পাঁচ লাখ টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় বাউত উৎসবের নামের সাড়ে প্রায় তিন একর পুকুরের মাছ শিকার করে নিয়ে গেলেন এমন অভিযোগ উঠেছে মৎস শিকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার(৫ নভেম্বর) সকাল  ৭টার দিকে উপজেলার পৌর সদরের সরদারপাড়া গ্রামের সরকার পাড়া মৎস সমবায় সমিতির নামে চাষ করা একটি পুকুরে এ ঘটে। এতে মৎস শিকারীরা প্রায় পাঁচ লাক্ষাধিক টাকার মাছ শিকার করে নিয়ে গেছে এমন দাবী করেছেন সংশ্লিষ্ট মৎস সমবায় সমিতির সদস্যরা। পুকুর পাড়ের বাসিন্দা ও মৎস সমবায় সমিতির লোকজন টের পেয়ে মালিকানাধিন চাষ করা পুকুরে মাছ না ধরতে প্রধমে অনুরোধ করলেও উৎসুক জনতা তা গ্রাহ্য করেন নি। পরে সমিতির সদস্য ও পুকুর পাড়ের বাসিন্দা ঐক্যবদ্ধ হয়ে মৎস শিকারীদের ধাওয়া দিয়ে  তারা পালিয়ে যায়। এরই মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ শিকার করে নিয়ে যায় তার।

সূত্রে জানা গেছে, বর্ষার পানি চলে গেলে উন্মুক্ত নিচু জলা ভুমিতে কিছু পানি থাকে। ওই সকল এলাকায় সৌখিন মৎস্য শিকারীরা মোবাইল ফোনের মাধ্যম্যে যোগাযোগ করে বিভিন্ন এলাকা থেকে একতাবদ্ধ হয়ে পলো, জালসহ নানান ধরণের মাছ ধরার উপকরণ নিয়ে মাছ ধরতে নেমে পড়ে।  পূর্ব নির্ধারিত  ভাবে ভাঙ্গুড়া উপজেলার মহিলা ডিগ্রী কলেজের পাশে লোরার বিলে মঙ্গলবার সৌখিন মৎস শিকারীদের মাছ ধরার কথা ছিল। সেই লক্ষ্যে ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মৎস শিকারীরা মহিলা ড্রিগী কলেজের পাশে সরদার পাড়া ওয়াবদা বাঁধ( পানি উন্নয়ন বোর্ডের ) রাস্তার উপর ভিড় করতে থাকে। নির্ধারিত মাছ ধরার স্থান লোরার বিলের পানিতে বেশির ভাগ স্থানে কচুরী পানা থাকার কারণে তার  মাছ ধরার জন্য পানিতে নামতে পারে নি। কিন্তু পাশেই সরকার পাড়া সমবায় মৎস সমিতির সাড়ে তিন একর পুকুরে  সংঘবদ্ধ হয়ে  পলো, জাল নিয়ে নেমে পড়েন মৎস শিকারীরা।  এ খবর পেয়ে মৎস সমবায় সমিতির লোকজন একে অন্যের সাথে যোগাযোগ করে পুকুরে আসতে আসতেই প্রায় পাঁচ লাখ টাকার মাছ শিকার করে নেন মাছ শিকারীরা। পরে পুকুর পাড়ের বাসিন্দা ও সমবায় সমিতির লোকজন প্রথমে অনুরোধ করে না শুনলে পরে ধাওয়া দিলে মৎস শিকারীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মেজবাহুল বলেন, পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে স্থানীয় সরকার পাড়া মৎস সমবায় সমিতির সদস্যরা লিজ নিয়ে  মাছ চাষ করে আসছেন। প্রায় সাড়ে তিন একর জলাশয়ে লাখ লাখ টাকা খরচ করে চাষ করা মাছ বাউৎ উৎসবের নামে পাঁচ থেকে ছয় লাখ টাকার মাছ ধরে নিয়ে চলে গেছে।এ তে মৎসজীবি সমবায় সমিতির লোকজন চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।’

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন, সরদার পড়ার স্থানীয় লোকজনের পুকুরে জোর করে মাছ ধরতে আসার বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় বাসিন্দারা প্রাথমিক ভাবে তাদের অনুরোধ করে সরিয়ে দিয়েছেন। এর পরেও যদি পুরনায় তারা অন্যের পুকুরে মাছ ধরতে আসে তাহলে প্রশাসনিকভাবে অন্যায়মুলক কাজকে প্রতিহত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group