সোহাগ হোসেন বাপ্পীঃ পাবনায় আটঘরিয়া উপজেলার ষাটগাছি গ্রামের অসহায় বৃদ্ধা ছালেহা খাতুন ( ৮০) নামের এক সহায়সম্বলহীন বিধবা নারীর ঘর তৈরি করে দিয়েছেন ইকবাল হোসেন ফাউন্ডেশন । একই সাথে ওই অসহায় নারীকে থাকার জন্য চৌকি, তোষক, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপনের জন্য সহয়তা করেন অস্ট্রেলিয়ান প্রবাসী রানা হোসেন,
ঘর তৈরি ও টিউবওয়েল প্রতিস্থাপনে দিকনির্দেশনা দিয়েছেন ও সার্বিক সহযোগিতায় ছিলেন দেশের স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর প্রাক্তন প্রবাসী সৌদি ৩৬০ লাইফস্টাইল পেজের শফিকুল ইসলাম ও ইকবাল হোসেন ফাউন্ডেশনের প্রতিনিধি ইন্জি: সরোয়ার
অসহায় বৃদ্ধা নারীকে ঘর তৈরির এলাকাবাসী বলেন ইকবাল হোসেন ফাউন্ডেশনের ধন্যবাদ জানান, এভাবেই ধারাবাহিক ভাবে মানুষের পাশে থাকার অনুরোধ করেন,
আটঘরিয়া উপজেলার ষাটগাছি গ্রামে ছালেহা খাতুন (৮০) নামের এক সহায়সম্বলহীন বৃদ্ধা নারীর ঘর তৈরি করে দিয়েছেন ইকবাল হোসেন ফাউন্ডেশন ।
বিধবা বৃদ্ধা ছালেহা খাতুন বলেন, নিজের কোন ঘর না থাকায় দীর্ঘদিন ধরেই অন্যের বাড়ীতে কষ্টের সাথে দিনাতিপাত করছেন । অসচ্ছল হলেও জুটেনি সরকারি সহায়তা। প্রাক্তন প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর
শফিকুল ইসলাম বলেন স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে আমরা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেই। অর্থায়ন হয় ইকবাল হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে ।
ছালেহা খাতুন বলেন, নিজের কোনো থাকার ঘর না থাকায় সন্ধ্যা হলেই তিনি মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় খুঁজতেন। অনেক বছর আগে তার স্বামী মারা গেছেন। দুই ছেলে আছে মানসিক ভারসাম্যহীন। বহু বছর ধরেই তিনি মানুষের বাড়িতে বাড়িতে বসবাস করছেন। নিজের সামান্য জায়গা আছে কিন্তু ঘর নেই। এই জায়গার উপর ইকবাল হোসেন ফাউন্ডেশন ঘর তৈরি করে দেওয়ায় এখন তিনি নিজের জায়গায় থাকতে পারবেন।
সমাজের অসচ্ছল ও বঞ্চিত শ্রেণির মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছে ইকবাল হোসেন ফাউন্ডেশন টিউবয়েল স্থাপন, গৃহহীনদের ঘর প্রদান, মসজিদ উন্নয়ন সহ নানারকম সামাজিক কাজ করছে ইউ এস প্রবাসী ইকবাল হোসেন পরিচালিত ইকবাল হোসেন ফাউন্ডেশন । সরকারের দেয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী পৌঁছে দিতে ইকবাল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকান প্রবাসী ইকবাল হোসেন আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna