টাইমস ডেক্স:পাবনার আতাইকুলায় আকিজ জুট মিল ও ঢাকা-পাবনা মহাসড়কের পাশের এক যুবকের গলাকাটা মরদেহের সন্ধান মিলেছে।
৮ নভেম্বর শুক্রবার সকাল ৬টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুট মিল ও ঢাকা-পাবনা মহাসড়কের পাশের পেঁয়াজ জমিতে এ মরদেহের সন্ধান পাওয়া যায়।
ভোরে স্থানীয় কৃষকরা জমিতে কাজে গেলে উক্ত মরদেহ দেখতে পায়। কৃষকরা তাৎক্ষণিক আতাইকুলা থানা পুলিশে খবর দেয়।
নিহত যুবকের নাম আসিফ (৩২)।আসিফ গঙ্গারামপুর পীরপুরের আসলাম কসাইয়ের ছেলে তিনি মানসিক রোগী ছিলেন বলেন স্থানীয়রা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৪ বছর আগে গঙ্গারামপুর এলাকায় তার চাচার বাড়িতে থাকা একটি মেয়ের সঙ্গে আসিফের বিয়ে হয়। এর কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। গত ৪ মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গতকাল বৃহস্পতিবার এলাকার একটি ইসলামী জালসায় গিয়েছিলেন আসিফ। জালসা থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে যান তিনি। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয় যে, আপনার ছেলে আমাদের বাড়িতে এসেছে, দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়
নিহত আসিফের ছোট ভাই নিরব হোসেন বলেন, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যান আসিফ। এরপর বাড়িতে ফিরে আসেননি। সকালে একটি হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সদর সার্কেল ও এসপি স্যার আসবেন। এরপর আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাবো। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna