বিশেষ প্রতিনিধিঃ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে বর্ণিল আয়োজনে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে পাবনা সাংবাদিক ফোরাম ।
গতকাল ১৭ নভেম্বর রবিবার উৎসবমুখর পরিবেশে সংগঠনটি পাবনা প্রেসক্লাবের ভিওআইপি মিলনায়তনে মোঃ হাসান আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নবী নেওয়াজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, তিনি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতায় আমরা সবসময় স্বাগত জানাই, পাবনা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের পাশে আছে, আমরা কাঁধে কাধ মিলিয়ে কাজ করবো, প্রয়োজনে সাংবাদিকতার সমৃদ্ধ করতে প্রশিক্ষণ এর ব্যবস্থা করবো, যাতে করে প্রকৃত পরিচয় বহন করতে পারেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন, দৈনিক জিবন কথার সম্পাদক
এসএম আব্দুল্লাহ, বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক ও ট্রাংকলরির কেন্দ্রীয় সহ-সম্পাদক মোজাম্মেল হক কবির,
ফোরামের তথ্য এবং নদী গবেষক ডঃ মনছুর আলম, কাজি মোরশেদ বাবলা ৭১ টেলিভিশন এর পাবনা প্রতিনিধি মুস্তাফিজ রাসেল। সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম। দৈনিক খোলা কাগজের পাবনা প্রতিনিধি হুমায়ুন কবির, সহ-সভাপতি সফিক ইসলাম দৈনিক আমার সংবাদ। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, হুমায়ুন রাশেদ প্রচার সম্পাদক। দৈনিক আনন্দ বাজারের পাবনা প্রতিনিধি শিশির ইসলাম, ভোরের কাগজ এর পাবনা প্রতিনিধি পলাশ হোসেন, কালের কন্ঠ মাল্টিমিডিয়া পাবনা প্রতিনিধি রাজিব জোয়ার্দার, সাংবাদিক আবুল কালাম, কবি উত্তম কুমার, কবি জেবুন্নেসা ববিন, কবি মধুসুধন মজুমদার, কবি ও ছড়াকার মহসিন আলী, সাংবাদিক তমাল তরু, তুহিন আহম্মেদ মনির আহমেদ । সোনার বাংলা মা একাডেমী সাধারণ সম্পাদক সুমন আলী প্রমুখ,
শুভেচ্ছা বক্তব্যে বক্তরা সাংবাদিক ফোরামের সত্য প্রকাশের যে যাত্রা তার ধারাবাহিকতা রক্ষা করার কথা তুলে ধরেন এবং নিরপেক্ষ ভাবে সংবাদ উপস্থাপন ও অন্যায়ের বিরুদ্ধে কলম চলমান থাকার আহ্বান করেন তারা।
অনুষ্ঠান শেষে কেক কাটা হয় এবং সমাজে বিভিন্ন অবদানে তিনজন কে ক্রেষ্ট প্রদান করা হয়, চিকিৎসা বিষয়ে অবদান রাখায় এসোর্ট স্পেশালাইষ্ট হাসপাতালের পরিচালক রোটারিয়ান জালাল উদ্দীন কে, পরিবেশ রক্ষায় ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট নদী গবেষক ড.মনসুর আলম কে ও সাংবাদিকতায় অবদানে ফোরামের সিনিয়র সহ-সভাপতি প্রবীন সাংবাদিক ও দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আমিনুর রহমান কে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna