পাবনা শহর প্রতিনিধিঃ পাবনায় সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ও আহেদ আলী বিশ্বাস ট্রাস্টের উদ্যোগে পাবনায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির পৃষ্ঠপোষকতায় ও দাতা সংস্থা এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আলহাজ্ব আহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশীয় আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড কো-অর্ডিনেশন অফিসার রাশেদ মোহাম্মদ মাইল আজ জাআবী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, পাবনার পুলিশ সুপার মোরতাজা আলী খান, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
এর আগে অতিথিরা আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্ট পরিচালিত মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এর নির্মাণকাজ পরিদর্শন করে সকল কার্যক্রম এর বিষয়ে সন্তোষ প্রকাশ করেন, এবং আরো কিছু সময়োপযোগী পদক্ষেপ নিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন আমরা বাংলাদেশ নিয়ে কাজ করবো এবং আমি পাবনায় এমন কাজের সাথে যুক্ত হতে পেরে আনন্দ অনুভব করছি। আমাদের এমন সহযোগিতা চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna