টাইমস ডেস্কঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানায় অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়।আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় আবুল খাঁর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মোঃ পরশ(১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে অটোরিক্সা চালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন অটোরিক্সা কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাহনদুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হোন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। দূর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জেনে বলতে পারবো।
Leave a Reply