শহর প্রতিনিধিঃ পাবনা শহরের সংবাদপত্র হকারদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করেছে পাবনার শীর্ষস্থানীয় অনলাইন চ্যানেল সিএনএফ টিভি। রানা গ্রুপের অর্থায়নে আজ শনিবার ৩০ নভেম্বর বিকাল চারটায় দক্ষিন রাঘবপুর শায়েস্তা খাঁ রোডে সিএনএফ টিভি’র নিজস্ব কার্যালয়ের সামনে সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম পাবনা থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলি মর্নিং টাচ’র সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক বিবৃতি’র নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আইএনএস সম্পাদক হাসান আলী ও রানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোনায়েম খান।
অনুষ্ঠানে হকারদের উদ্দেশ্যে প্রধান ও বিশেষ অতিথিরা বলেন সংবাদ প্রকাশের পর জায়গামত পৌঁছে দেবার যে গুরুদায়িত্ব আপনারা পালন করেন তা না করলে আমাদের সাংবাদিকতা প্রতিষ্ঠিত হতোনা। তাই আমরা মনে করি আপনারা বড় সাংবাদিক। সেইসাথে সিএনএফ টিভি’র এমন মহতি উদ্যোগ গ্রহনের জন্য ধন্যবাদ জানান।
সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ বলেন আমরা পাবনা সংবাদপত্র বাহকদের বিভিন্ন সমস্যা খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। এ কম্বল বিতরণ প্রতি বছর চলবে। আগামী বছর থেকে আপনাদের সন্তানদের ভেতর থেকে মেধাবীদের সিএনএফ টিভি শিক্ষাবৃত্তি দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে আগামী ৬ ফেব্রুয়ারি সিএনএফ টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান।
কম্বল হাতে পেয়ে সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার সরকার বলেন, সিএনএফ টিভি এবারের মতো প্রতিবছর শীতে আমাদের মাঝে কম্বল বিতরণ করুক সেই আশা রাখি। আজ কম্বল হাতে পেয়ে আমরা অনেক খুশি। আমরা সিএনএফ টিভি’র সার্বিক মঙ্গল কামনা করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের পাবনা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক সমাজ সংবাদের পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম, দৈনিক সরেজমিনের জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস, দৈনিক আমাদের মাতৃভৃুমির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক সোনালী কন্ঠের সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন, সাংবাদিক তুহিন আব্দুল্লাহ, দৈনিক গড়ব বাংলাদেশের জেলা প্রতিনিধি কৌশিক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply