বিশেষ প্রতিনিধিঃ পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, পাবনা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা জাতীয় মানের ও মর্যাদাবান এবং ব্যাক্তি¦ সম্পন্ন। তাদের সততা দক্ষতা ও ন্যায় নিষ্টার কারণে এই পেশার সম্মান আজ দেশজুড়ে। দেরীতে হলেও এ কথা বুঝতে ও জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির ভাষণে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ কথা বলেন। তিনি আরও বলেন, “আমি নিজে ব্যাক্তিগতভাবে প্রকৌশলী হলেও সাংবাদিকতা এবং সাংবাদিকদের আমার খুব পছন্দ। তিনি পাবনা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে তার সব সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সভার শুরুতেই নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ সাংবাদিকরা।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের প্রবীন সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, কার্যকরি সদস্য রাজিউর রহমান রুমী, কার্যকরি সদস্য জহুরুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সদস্য ও পাবনা রির্পোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সদস্য রিজভী জয় প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna