বিশেষ প্রতিনিধিঃ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটি এর ১৫তম অভিষেক ও বার্ষিক স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত। শনিবার ক্লাবের নিজস্ব ভেন্যুতে শিমলা টাউওয়ার অডিটোরিয়ামে চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হোসেন পিএইসএফ ২০২৪-২০২৫ কমিটির সার্জেন্ট এন্ড আর্মস রোটারিয়ান ডাঃ মঞ্জুরা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ রুহুল কুদ্দুস তিনি বলেন রোটারি ক্লাব সারা পৃথিবী জুড়ে এক মানবতার সেবক হিসেবে কাজ করছে এটা এমন একটি সংগঠন পৃথিবীর ইতিহাসে কাল থেকে মহাকালে টিকে থাকবে। তাঁরা যে সকল কাজ করছে তা সত্যি বিরল এবং এই সংগঠন এর প্রতিটা সদস্য দেশ ও জাতীর জন্য কল্যাকর হয়ে কাজ করছে তারা সত্যিই বড় মনের অধিকারী আমি ক্লাব ও ক্লাবের সদস্যদের উত্তরোত্তর সফলতা কামনা করি।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান শফি উদ্দিন, পবিত্র গীতা পাঠ করেন রোটারিয়ান অচিন্ত কুমার ঘোষ এর পর কলার হ্যান্ডওভার করেন ২০২৪-২০২৫ এর প্রেসিডেন্টর রোটারিয়ান পিয়ার হোসেন বান্নাহকে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান জিল্লুর রহমান, কলার হ্যান্ডওভার এর পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি তার বক্তব্যে বলেন রোটারি ক্লাবের প্রতিটি সদস্য আমার আত্বার আত্বীয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ বিনির্মানে ও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করবো তিনি আরো বলেন আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। এই কার্যক্রম গতিশীল করতে ও অতিতের ন্যায় ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এর পর সকল অতিথি কে সাথে নিয়ে রোটারিয়ান পিপি আবু মোর্শেদ সম্পাদিত বার্ষিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রোটারিয়ান আইপিপি জিল্লুর রহমান, রোটারিয়ান পিপি আমিনুল ইসলাম পটল,রোটারিয়ান পিপি ওয়ালিউল ইসলাম,রোটারিয়ান পিপি আবু মোর্শেদ, রোটারিয়ান পিপি আলতাফ হোসেন সহ বোর্ড ডাইরেক্টর সহ সকল রোটারিয়ানবৃন্দ এবং স্মরণীকায় বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান এর প্রতিনিধিগন বক্তব্য শেষে র ্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরষ্কার প্রদান ও শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির সকল সদস্যবৃন্দ ও সহযোগিতায় ছিলেন রোটারাক্ট ক্লাব অব পাবনা নিউ সিটির সদস্যবৃন্দ
Leave a Reply