শহর প্রতিনিধিঃপাবনা সহ উত্তর বঙ্গের সকল জেলায় হঠাৎ করেই জেকে বসেছে শীত জনজীবন বিপর্যস্ত হঠাৎ করে এমন শৈত্য প্রবাহের কারনে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে, সবাই সাধ্যমত ছুটছেন শীতের পোশাক কিনতে তারই ফলশ্রুতিতে বেশিরভাগ মানুষ ভীর করছেন ফুটপাতের দোকান গুলোতে বিভিন্ন দেশ হতে ব্যবহৃত গরম কাপড়ের বান্ডিল আসে পাবনা সহ দেশের বিভিন্ন প্রান্তে, পাবনা পৌর হকার্স মার্কেট সহ পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কের দুইপাশে হকার রা ভাম্যমান দোকান বসিয়ে বিক্রি করছেন এসব পোশাক প্রতিটি পোশাক প্রকারভেদে ৫০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে এবং বিক্রিও ভালো কয়েকজন দোকানদার এর সাথে কথা বললে তারা বলে আমরা বেশ কয়েক বছর এই ব্যবসার সাথে জরিত। বিশেষ করে শীত বেশি পড়লে ভীর বাড়ে, কোন শ্রেণীর ক্রেতা বেশি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের ক্রেতার সংখ্যা বেশি, এবং মহিলা ও স্কুল কলেজের মেয়েরা বেশি আসে। ক্রেতাদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন আমরা এখান থেকে পোশাক কিনি নিজের জন্য ও পরিবারের সদস্যদের জন্য, এবং অনেক ভালো ভালো পোশাক পাওয়া যায় অল্প দামে। এসব পোশাকে স্বাস্থ্য ঝুকি আছে এমন প্রশ্নের জবাবে তারা বলেন এগুলো বাসায় নিয়ে আমরা ধুয়ে তারপর ব্যবহার করি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna