আরিফ খান জয়ঃ পাবনায় মসজিদের ওয়াজ মাহফিলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর জখম আব্দুল্লাহ দিশারি সর্দার (২৩) ১২ ডিসেম্বর রাত ১১:৩০ মিনিটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এবং তার চাচাতো ভাই কায়সার (১৯) গুরুতর জখম ও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনা ঘটেছে ৬ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের চরঘোষপুর গ্রামে। এ ঘটনা ঘটে , পুলিশ ও স্থানীয়রা জানান, ৬ ডিসেম্বর শুক্রবার রাতে সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলের বাইরে একটি মেলার আয়োজন করা হয়। এই মেলায় কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং এরই একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
হেমায়েতপুর পুলিশ ফারির আই,সি তরিকুল ইসলাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় তিনজন কে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna