প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৬:৫৩ এ.এম
আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই – রওশন আক্তার বানু
বিশেষ প্রতিনিধিঃ সরকারী এডওয়ার্ড কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রওশন আক্তার বানু বলেন আগামীর বিশ্ব প্রযুক্তি নির্ভর বিশ্ব এই বিশ্বকে নেতৃত্ব দিতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই, আমাদের তৈরী করতে হবে দক্ষ জনগোষ্ঠী আর দক্ষ জনগোষ্ঠী তৈরীতে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশ্বের সাথে সমানে সমান তাল মিলিয়ে চলতে হবে তবেই দেশ ও জাতীকে বিশ্বের মাঝে প্রতিনিধিত্ব করতে সহায়তা করবে।
১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় পাবনা শহরের রাধানগর এলাকায় পাবনা তথা উত্তরবঙ্গের অন্যতম প্রতিষ্ঠান গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালক আতাউর রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পড়াশোনায় ভালো রেজাল্টের পাশাপাশি কম্পিউটার এ দক্ষ হতে হবে তবেই নিজেকে সকল ক্ষেত্রে যোগ্য প্রমান করতে সক্ষম হব, শুধু চাকুরির বাজার নয় বর্তমান বিশ্বে প্রযুক্তি এমন এক যায়গায় পৌঁছে গিয়েছে সেখানে ব্যক্তি জিবন থেকে শুরু করে প্রতিটি
ক্ষেত্রে এর ব্যবহার বেড়েই চলেছে তাতে আমরা নিশ্চিত রে বলতে পারি আগামীর বিশ্ব নেতৃত্ব দিতে প্রযুক্তিগত জ্ঞান অর্জন বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাসেম আলী, সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, গ্যালাক্সী কম্পিউটার এর পরিচালনা কমিটির সদস্য তাহমিনা সুলতানা। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং তারা বলেন গ্যালাক্সী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ যুব সমাজ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করছেন।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, বাসস এর পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, দৈনিক খোলা কাগজের পাবনা প্রতিনিধি হুমায়ুন কবির, আনন্দ টিভির জেলা প্রতিনিধি পূর্ব নবী নেওয়াজ, চ্যানেল এস এর পূর্বাঞ্চল প্রতিনিধি হুমায়ুন রাশেদ, দৈনিক আনন্দ বাজার পাবনা প্রতিনিধি শিশির ইসলাম ভোরের কাগজের পাবনা প্রতিনিধি পলাশ হোসেন।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিভিল হাতেম আলী, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর আব্দুস শুকুর আল মাহমুদ, ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইন্সট্রাক্টর কম্পিউটার মোঃ আরিফুল ইসলাম,
সহ বিভিন্ন ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna