শহর প্রতিনিধিঃ রোটারি ক্লাব অব রুপকথা পাবনার চার্টার প্রেসিডেন্ট ড. সোহানী হোসেন বলেছেন রক্তদানকারীরা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে, তাদের অবদান মানব সেবার এক অন্যতম উদাহরণ। গতকাল ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় পাবনা শহরের রুপকথা রোডস্থ ক্লাবের নিজস্ব ভেন্যুতে রোটারিয়ান তালেবুর রহমানের সভাপতিত্বে
রোটারি ক্লাব অব রুপকথা পাবনার উদ্যোগে নুন্যতম,৫০তম রক্তদানকারীদের মাঝে সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,তিনি আরো বলেন একটা সময় ছিলো যখন রক্তের অভাবে মানুষ মারা যেত কিন্তু সেই মানুষিকতা এখন পরিবর্তন হয়েছে এখন মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে এক্ষেত্রে রোটারি ক্লাব, সন্ধানী ডোনার ক্লাব সহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও আগ্রহ বেড়েছে এটা আমাদের আশা জাগায় অনুষ্ঠানে
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: ইফতেখার মাহমুদ তিনি বলেন আমি ত্রিশ বছর পাবনায় বসবাস করছি সন্ধানী ডোনার ক্লাবের সাথে আছি, রক্তদান করাতে আমরা শুরুর দিকে যে সমস্যায় পরতাম মানুষকে কে উদ্বুদ্ধ করতে বেগ পেতে হত এখন আর তা হয়না এখন রক্তের চাহিদার সাথে সাথে মানুষ স্বইচ্ছায় রক্তদানে ছুটে আসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
ক্লাব প্রেসিডেন্ট এড: শরীফা খাতুন,
পিপি খায়রুজ্জামান আহমেদ অরুণ, পিপি ডা: সরওয়ার জাহান ফয়েজ, পিপি কে এম ফয়সল মুর্শেদ, পিপি সুরাইয়া সুলতানা, প্রেসিডেন্ট ইলেক্ট আশরাফুল হোসেন খান, কবি ডা: কোহিনুর বেগম সহ ক্লাবের সদস্যরা, আলোচনা শেষে মানব সেবায় রক্তদানে অগ্রণীভূমিকা রাখায় রোটারিয়ান পিপি খায়রুজ্জামান জামান অরুণ, সাংবাদিক সিফাত রহমান সনম, রোটারিয়ান আসাদুজ্জামান খোকন,রোটারিয়ান মান্নান ভুইঁয়া, ও সাংবাদিক শিশির ইসলাম কে সন্মাননা প্রদান করা হয়। সন্মাননা পেয়ে তারা বলেন আমরা কাজ করেছি কোন স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে নয় সামাজিক দায়বদ্ধতা থেকে আর আমাদের এ কাজ চলমান থাকবে এক্ষেত্রে সবার সহযোগিতা চাই, রোটারি ক্লাব অব রুপকথা পাবনার এমন উদ্যোগ কে আমরা ধন্যবাদ জানাই।
Leave a Reply