প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১০:১২ এ.এম
পাবনার ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ অভিযোগে কক্ষে তালা
বিশেষ প্রতিনিধিঃ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুর্নীতি, সেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাৎ অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষকরা ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোছাঃ শিরিন সুলতানা বরাবর ১৬ টি অভিযোগ সম্বলিত একটি চিঠি প্রদান করেছেন। অভিযোগের ১ নং পয়েন্টে উল্লেখ আছে ২০২২ সালে আগস্ট মাসে প্রতিষ্ঠানের কোন শিক্ষকদের না জানিয়ে সরকারী বই বিক্রি করে টাকা আত্মসাৎ
করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছেন।
সহকারী প্রদান শিক্ষক মোঃ কোরবান আলী বলেন, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন ২০০৮ সালে বিদ্যালয়ে যোগদান করার পর কয়েক বছর সব শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠানটি ভালো ভাবে পরিচালনা করেছিলেন। আওয়ামীলীগ সরকার দ্বিতীয়বার ২০১৪ সালে ক্ষমতার আসার পর বিদ্যালয়ের একক আধিপত্য বিস্তার করেন। তিনি নানা মিথ্যা অভিযোগে হয়রানি করেন। আমরা সবাই মিলে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করলে সকল অপরাধের চিত্র বেড়িয়ে আসবে।
নবম শ্রেণির সেকশন এ ছাত্রী মোঃ লাবনী খাতুন বলেন, আমাদের বিদ্যালয়ের টয়লেট সহ বিভিন্ন জায়গায় অপরিষ্কার, ঠিকমত বই দেননা, আইডি কার্ডের কথা বলে দুই বার টাকা নিলেও আইডি কার্ড দেননি। আমাদের বিভিন্ন সমস্যা কথা বললে কোন বিষয়ের সমাধান পাইনি। প্রায় প্রতিটি শিক্ষার্থীর নানা অনিয়মের অভিযোগ করেন।
ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোছাঃ শিরিন সুলতানা বলেন,
আমার কাছে বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান শিক্ষাক মোঃ আলমগীর হোসেন নামে লিখিত অভিযোগ দিয়েছে এবং ছাত্রীরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন। আমি ছাত্রীদের লিখিত অভিযোগ দিতে বলেছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna