পাবনা প্রতিনিধি
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে পাবনা বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন আয়োজিত কুরআন তেলাওয়াত ও কুরআন প্রতিযোগিতা, পিঠা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ। গত ১৬ই ডিসেম্বর সোমবার দুপুর তিন ঘটিকায় মহিমচন্দ্র জুবলি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।মুহাইমিনুল ইসলাম আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাহাতাব বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনি এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক বিভাগীয় বন কর্মকর্তা রোটারিয়ান পিপি আলতাফ হোসেন পিএইসএফ, আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু , বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াজ উদ্দিন, পৌর জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাব্বির হাসান বাচ্চু, প্রতিষ্ঠানের সেক্রেটারি আমানুল্লাহ খান শাওন, আহসান হাবিব নাঈম, বাঁধন, সোহান, হৃদয়, হ্যাপি, মানিক সহ অন্যান্যরা, পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হায়।
পুরস্কার বিতরণ শেষে এ প্রতিযোগিতা আরো অংশগ্রহণমূলক ভাবে প্রতি বছর আয়োজনের মাধ্যমে বড়বাজার যুব সমাজ কল্যাণ সংগঠন কে উৎসাহ প্রদান করার আহবান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna