শহর প্রতিনিধিঃবিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেছেন পাবনার সাংস্কৃতিক চর্চা ও মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে পাঠশালা সাংস্কৃতিক সংঘ, এটা সত্যি সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত।তিনি আরো বলেন সমাজে অসহায় মানুষের পাশে থাকার জন্য পাঠশালা সাংস্কৃতিক সংঘ সবসময় কাজ করছে সেইসাথে তারা দেশের জনগনের অধিকার আদায়ের লক্ষে সাংস্কৃতিক আন্দোলন করে আসছে তাদের এ কাজকে আমি সাধুবাদ জানাই। শুধু সহযোগিতা নয় তারা মানুষের স্বাবলম্বিতা অর্জনসহ অসহায় শিক্ষার্থীদের নিয়েও কাজ করছে।
আজ ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অধ্যক্ষ (অবঃ) ডাঃ ইফতেখার মাহমুদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শিশির ইসলাম এর সঞ্চালনায় পাবনায় কর্মরত জুতা মেরামত কারীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পাবনা উদ্যোক্তা কমিউনিটির আহ্বায়ক এস মুস্তাকিম সবুজ,পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ আরটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু।
অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা সবসময় সমাজে মানবতার কাজে সকলের সম্পৃক্ততা থাকতে হবে আমরা একে অপরের সহযোগী হয়ে একটা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবো।
এসময় ২০ জন জুতা মেরামতকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরনে আরো উপস্থিত ছিলেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক সমাজ সংবাদের পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক বাংলা খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মোমিন, ইওলো ল্যাম্পের সভাপতি শহীদুল্লাহ খান উজ্জ্বল, পাঠশালার সাংগঠনিক সম্পাদক এসএম শিহাব, সদস্য মহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। কম্বল আর্থিক সহযোগিতায় পাশে ছিলেন রানা গ্রুপ, পাবনা।
Leave a Reply