টাইমস ডেক্স:পাবনার ভাঙ্গুড়ায় এক ছোট্ট শিশু রিফাত (১) কে রাগ করে তারই পিতা আলাউদ্দিন তুলে আছাড় দেওয়ায় অসুস্থ হয়ে দুই মাস পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
১ জানুয়ারি বুধবার পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার খানমরিচ ইউনিয়নের রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিতার দেওয়া নির্মম আছাড়ের পর ছোট্ট শিশুর মৃত্যু নিয়ে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা খানমরিচ ইউনিয়নের রমনাথপুর গ্রামের মৃত শমসের মোল্লা ছেলে আলা উদ্দিন(৩০) এর শিশু পুত্র রিফাত(১) গত প্রায় দুমাস পূর্বে পাশাপাশি চেয়ারে বসে ছিলেন। পিতা পুত্র চেয়ারে বসে থাকা অবস্থায় আচমকাই চেয়ার থেকে হঠাৎ করে পড়ে যায় তারই ছেলে রিফাত। শিশু রিফাত চেয়ার থেকে পরে যাওয়ার সাথে সাথে রিফাত এর বাবা আলাউদ্দিন রেগে গিয়ে নির্মমভাবে তার শিশু পুত্র রিফাতকে তুলে আছাড় মারে। এতে ছোট্ট শিশুরিফাত(১)গুরুত্বর আহত হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে শিশু রিফাত এর বাবা আলাউদ্দিন তার স্ত্রী রুমাসহ শিশু পুত্র রিফাত কে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধানের চাতাল মিলে কাজ করার জন্য চলে যায়। সেখানে যাওয়ার পর শিশু রিফাত আরও অসুস্থ হয়ে পড়লে সেখানে আলাউদ্দিন তার শিশু পুত্রকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করায়। কিন্তু চিকিৎসায় তেমন কোন উন্নতি হয় নি। বরং আস্তে আস্তে শিশু পুত্র রিফাতের শারীরিক অবস্থা আরো অবস্থার অবনতি হতে থাকে। এই অবস্থায় গত ৩১ ডিসেম্বর আলাউদ্দিন তার স্ত্রী ও সন্তানসহ রামনাথপুর বাড়িতে চলে আসে। এমত অবস্থায় ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে শিশু পুত্র রিফাত(১) তার পিতার বসত বাড়িতে মৃত্যুবরণ করে।
ঘটনার বিষয় খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন খুবই দুঃখজনক ঘটনা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna