শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
-
প্রকাশিত :
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
-
৩৯
বার পড়া হয়েছে
টাইমস ডেস্কঃ পাবনায় ছিনতাই চক্রের দুই সদস্যসহ ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে পাবনা সদর থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত ২৩ ডিসেম্বর রাত ১১টায় পাবনা সদর থানাধীন বাজিতপুর ঘাট গাভার প্রজেক্টের সামনে পাকা রাস্তার উপর থেকে চরঘোষপুর এলাকার ব্যবসায়ী আসাদুল হক(২৩) বাসায় ফেরার পথে কে আগে থেকে ওতপেতে থাকা ২/৩ জন ছিনতাইকারী গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে সাথে থাকা জিক্সার মোটরসাইকেল ছিনতাই করে। এবিষয়ে আসাদুল হক সদর থানায় অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ও অনুসন্ধান চালায় পাবনা সদর থানার যার মামলা নং ০৮(০১)২০২৫ ধারাঃ ৩৯২ পেনাল কোড রুজু হলে হেমায়েতপুর পুলিশ ফাঁড়িতে মামলার তদন্তকারী এসআই রাজিব হাসান ও তার টিম অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ১.জনি খাঁ(৩৪), পিতাঃ আইয়ুব খাঁ, সাং কুঠিপাড়া, থানা ও জেলা পাবনাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল বগুড়া জেলার ধুনট থানাধীন এলাকায় অপর আসামী ২. সুজন এর নিকট রেখে আসে এই মর্মে স্বীকারোক্তি দিলে মামলার আইও সঙ্গীয় ফোর্স সহ গত ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার বগুড়া ধুনট থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ আসামী সুজনকে গ্রেপ্তার করে এবং ৪ জানুয়ারি ২০২৫ শনিবার পাবনা থানায় হাজির করে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
Leave a Reply